স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার পাগলায় বাসচাপায় এক ইজিবাইক-চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালের দিকে এঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাস চালক ও তার সহযোগী পালিয়ে যায়। নিহত ইজিবাইক চালকের নাম হাকিম (৩০)। কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ফকীরহাট গ্রামের আজগর আলীর ছেলে সে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দুর্ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেই সাথে নিহত চালকের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আসলাম হোসেন বলেন, বৃহস্পতিবার সকালের দিকে পাগলা এলাকায় পোষাক কারখানার শ্রমিকবাহী বাসের সাথে এক ইজিবাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থালেই ইজিবাইক চালক নিহত হয় ও আরোহীরা আহত হয়। পুলিশ ঘটনাস্থালে গিয়ে বাসটি আটক করলেও বাস চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করেছে। এ ব্যাপারে থানায় কোন মামলা করবে না বলে জানিয়েছে তারা।