স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার একটি মবিল গুডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে ফতুল্লার নন্দলালপুর এলাকায় এঘটনা ঘটে। আগুনি নিয়ন্ত্রণে মন্ডলপাড়া ফাসায় সার্ভিসের বেশ
কয়েকটি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও কোম্পানির সুপার ভাইজার শাহজাহান মিয়া জানান, আরএম লেভেল নামক প্রতিষ্ঠানে গোডাউন ভাড়া নিয়ে বিদেশ থেকে
আমদানিকৃত মবিলসহ বিভিন্ন ক্যামিকেল ওই গোডাউনে মজুদ করে বাজারজাত করা হয়। বেলা ১১টার দিকে গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটে। গোডাউনের পশ্চিম পাশে সুমা স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত ঘটে। গোডাউনে ক্যামিকেল থাকায়
দ্রুত আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুন মাহমুদ বলেন, ‘সকাল ১১টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন
পেট্রোলিয়াম জাতীয় পদার্থের হওয়ায় আমাদের অনেক বেগ পেতে হয়েছে। পানি দিয়ে আগুন নেভানো সম্ভব ছিলো না। তাই ফোম ব্যবহার করতে
হয়েছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তদন্ত কর্মকর্তারা আসছে, ক্ষয়ক্ষতি সম্পর্কে তারাই বলতে পরবে।