ফতুল্লায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এনজিও কর্মকর্তা মঞ্জুর মাজেদ (৩২) নিহত হয়েছেন।

বুধবার (৬মার্চ) সকাল সাড়ে ৭টায় ফতুল্লার ভুইগড় এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর মাজেদ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার খোদাইবাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি আশা এনজিওর নারায়ণগঞ্জ নবীগঞ্জ অঞ্চল ম্যানেজার পদে চাকরি করতেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকাগামী মোটরসাইকেল আরোহী মঞ্জুর মাজেদকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এ সময় মাজেদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যান ও তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments