নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডে মা ও তার তিন শিশু দগ্ধ হয়েছেন।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার ফতুল্লা থানার গিরিধারা আবাসিক এলাকার ওই বাসায় এ ঘটনাটি ঘটে।
রাত পৌনে ১০টার দিকে দগ্ধ চারজনকে উদ্ধার করে এলাকাবাসী ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে।
দগ্ধ চারজন হলেন-ফাতেমা বেগম (৩৫) এবং তার তিন সন্তান সাফওয়ান (৫), ফারিয়া (৯) ও রাফি (১১)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন বলেন, তাদের ঘর থেকে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে অগ্নিকান্ড দেখি। তখন তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি। বাসার সিলিন্ডার লিকেজে আগুন ধরে বিস্ফোরণ থেকে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় তারা দগ্ধ হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবর বলেন, খবর পেয়েছে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চারজনেরই শরীরই মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। তাদের চারজনের অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।