স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফিলোসোফিয়া স্কুলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯ টায় নগরীর ডনচেম্বার ফিলোসোফিয়া স্কুল মিলনায়তনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় ৪টি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতিটি গ্রুপ থেকে তিনজন করে পুরস্কৃত করা হয়েছে। এ প্রতিযোগিতায় ইংরেজি মিডিয়াম ও ইংরেজি ভার্সন এর সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় ফিলোসফিয়া স্কুল পরিচালক বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মেম্বার সেক্রেটারি এবং পরিচালক জেড এইচ বাবু, অর্থ পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক হুমাইরা রহমান, ইকবাল হোসেন শিপন, প্রধান প্রশাসনিক কর্তকর্তা মাহমুদুর রব ভূঁইয়া। এছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।
মাহমুদুর রব ভূইয়া বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ফিলোসফিয়া স্কুল মেম্বার সেক্রেটারি এবং উপদেষ্টা জেড এইচ বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতা দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরেন।