ফুফার হাতে খুন হলো যুবক

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে জমির ওয়ারিশ নিয়ে নাছির দেওয়ান (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার বাড্ডা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত নাছির দেওয়ান পিতলগঞ্জ এলাকার জিয়ারুল দেওয়ানের ছেলে।

নাছির দেওয়ানের চাচা বেলায়েত দেওয়ান জানান, জিয়ারুল দেওয়ানের ভগ্নিপতি আবুল হোসেনের বাড়ি একই এলাকায়। বেশ কিছু দিন ধরেই তিনি বাড়ির জমির ওয়ারিশ দাবি করে আসছে। আর এ ওয়ারিশ দাবিকে কেন্দ্র করে বুধবার দুপুরে আবুল হোসেন ও আবুল হোসেনের ছেলে আলিনুর, হিমেল, হাবিবুরসহ পরিবারের সদস্যরা জিয়ারুল দেওয়ানের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জিয়ারুল দেওয়ানের ছেলে নাছির প্রতিবাদ করতে গেলে আবুল হোসেন ও আবুল হোসেনের ছেলে আলিনুর, হিমেল, হাবিবুরসহ পরিবারের সদস্যরা তাকে লাঠিসোটা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন নাছির দেওয়ানকে মুমূর্ষু অবস্থায় প্রথমে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে পরে বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে বাড্ডা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাছির দেওয়ান মারা যান।

বেলায়েত দেওয়ান আরও জানান, এখন বাড্ডা জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বলেন, এ ব্যাপারে নাছির দেওয়ানের বাবা জিয়ারুল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments