লাইভ নারায়ণগঞ্জ: প্যারাডাইস কেবলস লি: শ্রমিকদের ৫ মাসের বকেয়া বেতন, ২ বছরের ওভার টাইম ও বার্ষিক ছুটির টাকা সহ অন্যান্য পাওনাদি আদায়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির,ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব আহম্মেদ রাজু,শ্রমিক নেতা মো: নুরুল ইসলাম,মো: ইদ্রিস, লিটন শিকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে শ্রমিকদের বেতন, ওভার টাইমের ও বার্ষিক ছুটির যে সমস্ত পাওনাদি আছে তা পরিশোধ করার আহবান জানান।যদি তাদের এ দাবী দ্রুত বাস্তবায়ন না করা হয় তাহলে তারা বৃহুত আন্দোলনের ডাক দেবে এমন হুশিয়ারী উচ্চারণ করেন।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।