স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সময়ের নিয়মে একেকটি বছর আসে, আবার চলেও যায়। আমাদের জন্য রেখে যায় কিছু মুল্যবান স্মৃতি ও অভিজ্ঞতা। সময় এবার নতুন বছরকে বরণ করে নেয়ার। নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে গেল বছরকে নিয়ে অভিমত প্রকাশ করেছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত আলী।
আলাপকালে শওকত আলী লাইভ নারায়নগঞ্জকে বলেন, আল্লাহর রহমতে গেল বছর অনেক ভাল কেটেছে। কারণ এই সালে আমি এলাকার যথেষ্ট উন্নয়ন করতে সক্ষম হয়েছি। দীর্ঘদিন যে বক্তাবলিবাসি নৌকা বিমুখ ছিল, এবার তারা আল্লাহর রহমতে নৌকাকে সাদরে গ্রহণ করেছে। এটাই আমার জন্য ২০১৮ সালের বিরাট পাওয়া।
নতুন বছরের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ২০১৯ সালে আমার প্রত্যাশা হলো, বক্তাবলীর যে উন্নয়ন কার্য অসমাপ্ত আছে সেগুলো সমাপ্ত করা। পাশাপাশি বক্তাবলীকে একটি মডেল ইউনিয়নে প্রতিষ্ঠা করা।
নতুন স্বপ্ন আর সম্ভাবনার দ্বার উন্মুক্ত হোক সেই প্রত্যাশায় লাইভ নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে আপনার জন্য রইলো অনেক শুভ কামনা।