লাইভ নারায়ণগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে, সাংসদ পুত্র একেএম অয়ন ওসমানের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যলয়ে ওই পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে, কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে ছাত্রলীগের নেতৃবৃন্দকে উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে, কর্মসূচিতে যোগদান করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বীরু।