বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে চেম্বার অব কমার্স’র দোয়া ও কেক কাটা

লাইভ নারায়ণগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে দোয়া মাহ্ফিল ও কেক কাটার অনুষ্ঠান আয়োজন করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৫টায় চেম্বার ভবনে দোয়া মাহ্ফিল ও কেক কাটার অনুষ্ঠান আয়োজন করা হয়।

এসময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ, বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, স্থিতিশীলতা, উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মোঃ খালেদ হায়দার খান, সিনিয়র সহ সভাপতি মোঃ মোরশেদ সারোয়ার সোহেল, সহ সভাপতি সাহাদাৎ হোসেন ভ‚ইয়া সাজনু, পরিচালক হোসনে আরা বাবলী, খন্দকার সাইফুল ইসলাম, সোহেল আক্তার সোহান, জাকারিয়া ওয়াহিদ, মোঃ সেলিম হোসেন, মোহাম্মদ আবু জাফর, সাবেক পরিচালক এড. সুলতান উদ্দিন নান্নু, ফারুক বিন ইউসুফ পাপ্পু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সদস্য ও কর্মচারী, কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল সারে ৬টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কর্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক সোহেল আক্তার সোহান, জাকারিয়া ওয়াহিদ, মোঃ সেলিম হোসেন প্রমুখ।