লাইভ নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসন ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর মূরালে পুস্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সকাল ৮টায় ১০৩ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালন করা হয়। এর আগে, জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষাথীরা।
পরে শুরু হয় আলোচনা সভা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা জুলহাস ভুইয়া, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লাসহ জেলা প্রশাসক ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।