বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইভীর শ্রদ্ধা জ্ঞাপন

লাইভ নারায়ণগঞ্জ:  মার্চ ৭, ২০১৯। ‘৭১ সনের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এটি এমন এক ভাষণ ছিল যা বাঙালিদের জাগরণে অগ্রণী ভূমিকা পালন করে। ৭ মার্চের এই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করা হয়

৭ই মার্চের এই ঐতিহাসিক ভাষণ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর দুই নম্বর রেল গেট সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, নাসিক পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোনের ও আলমগীর হোসেন হিরণ প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments