লাইভ নারায়ণগঞ্জ : “শিক্ষা জাতির মেরুদণ্ড” শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ তথা জাতীকে উন্নত দেশে পরিণত করা সম্ভব না।
মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষার বিকল্প নেই : গাজী
শনিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দেবই কাজিরবাগ এলাকায় দেবই কাজিরবাগ আলিম ও হিফজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন “সুন্দর-স্বনির্ভর দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। ” শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ তথা জাতীকে উন্নত দেশে পরিণত করা সম্ভব না। আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে এ দেশ চালাবে।”
বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত রাষ্ট্রের পর্যায়ে উন্নীত করতে শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, মান সম্মত শিক্ষাই সরকারের প্রত্যাশা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মান সম্মত শিক্ষার বিকল্প নেই।’
দেবই কাজিরবাগ আলিম ও হিফজুল কুরআন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন নাজমুল আলম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা সৈয়দ মারফত আলী, আওয়ামীলীগ নেতা মুকুল পাশা, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক খায়রুল আলম নয়নসহ আরো অনেকে।