লাইভ নারায়ণগঞ্জঃ হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ১৮ তম ম্যাচে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ৫ উইকেটে হারিয়েছে টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমীকে।
সোমবার (১১ জানুয়ারী) সকালে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। টস জিতে রাইফেল ক্লাব প্রথমে ব্যাট করতে পাঠায় টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমীকে।
সংক্ষিপ্ত স্কোর:
টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমী- ২৩০/৭ (৪৫ ওভার) মেহেদী তানজিম-৭৮, সিয়াম মিয়া-৭১, রায়হান সাব্বির-৪৭। অতিরিক্ত-২৩। জুবায়ের-২/৩৫, সাজিদ হাসান-২/৩৪।
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব- ২৩০/৫ (৪৫ ওভার) আরিফ সজল-৭৩, নুরুজ্জামান মাসুম-৪২, হাবিবুর নাইম- ৩৫, সানি প্রধান-৩১, মফিজুল রবিন-২৪,। অতিরিক্ত-২৩। আরজু মিয়া-২/৩০।
আম্পায়ার: মোঃ আসাদ ও সাইফুল ইসলাম। স্কোরার – সাদ্দাম ও ডালিম।