লাইভ নারায়ণগঞ্জ: হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ২০ তম ম্যাচে নীট কেসি এ্যপারেলস ক্রিকেট ক্লাববের ৮২ রানের ব্যবধানে জিতেছে নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী।
বুধবার ( ১৩ জানুয়ারী ) সকালে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। টস জিতে কেসির অধিনায়ক নীট কনসার্ণকে ব্যাট করতে পাঠান।
প্রথমে ব্যাটিং করার সুযোগ কাজে লাগিয়ে নীট কনসার্ণ ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে গরে তোলে ৩৪০ রান। ৩৪১ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে কেসি ৪৭.১ ওভারে ২৫৮ রানেই সব উইকেট হারিয়ে ফেলে।
সংক্ষিপ্ত স্কোরঃ
নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী- ৩৪০/৩ (৫০ ওভার) রনি তালুকদার- ২০০, তৈয়বুর পারভেজ- ১১৫। অতিরিক্ত- ১১। গোলাম মোস্তফা রনি-২/৫৯।
কেসি এ্যাপারেলস ক্রিকেট ক্লাব- ২৫৮/১০ (৪৭.১ ওভার) জনি তালুকদার- ১০৪, অমিত হাসান- ৫১, হুমায়ুন- ৫০, রিফাত- ২৭। অতিরিক্ত-২৪। নাজমুল অপু- ৬/৪৯, ফয়সাল-২/২২।
আম্পায়ারঃ মাহবুবব হোসেন বিজন ও আরমান হোসেন সাদ্দাম। স্কোরার – নাসির ও ডালিম।