লাইভ নারায়ণগঞ্জ: হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ২৫ নং ম্যাচে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কাছে ৭৬ রানের ব্যবধানে আলীগঞ্জ ক্লাব পরাজিত হয়েছে।
২০ জানুয়ারী ( বুধবার ) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। টস জিতে রাইফেল ক্লাবের অধিনায়ক নুরুজ্জামান মাসুম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব- ২২২/৩ (২৭ ওভার)জাহিদ জাভেদ-৮৬, মাসুম-৫০, নবীন-৪৫। অতিরিক্ত-২৭। হৃদয়- ১/২১,নাহিদ-১/৩১, আশিক-১/৪৬।
আলীগঞ্জ ক্লাব-১৪৮/৯ (৪০.৩ ওভার) জাহাঙ্গীর-২৬, খোকন মিয়া-২৬, সাইফুল-২৩, আমানুল্লাহ- ১৫, আশিক-১৩, সজিব-১১। অতিরিক্ত-১২। জাহিদ জাভেদ- ৩/২৫, সাজিদ হাসান-৩/২৫।
আম্পায়ারঃ সোহরাব হোসেন ও মোঃ রাজন । স্কোরার – নাসির ও ডালিম।