বঙ্গবন্ধু শিখিয়েছেন কীভাবে বাধা-বিপত্তি পেরিয়ে লক্ষ্যে পৌঁছা যায়: খোকন সাহা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আমরা পরিস্কার ভাবে বলতে চাই, জাতির জনক ও বাঙ্গালীর অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদের এই বাংলাদেশ দিয়েছেন। তার জন্য আজ আমরা এই দেশে স্বাধীনতা কায়েম করতে পেরেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি চমৎকার গল্প উপহার দিয়েছেন বাংলাদেশকে বিশ্ব জনগণের সাথে ভাগাভাগি করার জন্য।

শুক্রবার (১৭ মার্চ) বিকালে নবাব শায়েস্তা খান সড়কে পুরান কোর্ট সংলগ্ন এলাকায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে, পুস্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খোকন সাহা বলেন, আমাদের নেত্রী ও বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বত্বক চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামীতে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তারিত করার জন্য জাতির জনকের কণ্যা কাজ করে যাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করি।

তিনি আরও বলেন, গ্রামের কাদা-জল, মেঠো পথ আর প্রকৃতির খোলামেলা পরিবেশে বেড়ে ওঠা বঙ্গবন্ধু শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মানবদরদি আর অধিকার আদায়ে আপসহীন। পরোপকার আর অন্যের দুঃখ-কষ্ট লাঘবে তিনি ছিলেন সদা তৎপর। জীবনের প্রতিটি ক্ষণে যেখানেই অন্যায়-অবিচার, শোষণ-নির্যাতন দেখেছেন, সেখানেই প্রতিবাদে নেমে পড়েছেন। জলে-স্থলে-আকাশে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন কীভাবে শত বাধা-বিপত্তি পেরিয়ে লক্ষ্যে পৌঁছা যায়। জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলায় তার বাংলাদেশকে পৌঁছে দিতে আজকের অভিযাত্রায় নেতৃত্ব দিয়ে চলেছেন তারই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুত কুমার সাহা, ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মির্ধা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিরাজ, সতাতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান প্রমুখ।