বঙ্গবন্ধু ৯৯তম জন্ম বার্ষিকী: কাউন্সিলর ফারুকের উদ্যোগে কোরআন খতম ও দোয়া

সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: ওমর ফারুকের উদ্যোগে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) দুপুরে নাসিক ১নং ওয়ার্ডের হিলাঝিল এলাকাস্থ কাউন্সিলর কার্যালয়ে এ কোরআন খতম ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে। এসময় দোয়া মাহফিল শেষে এতিম ছাত্রদের জন্য ভোজের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের পরলোকগত সকল সদস্যদের রুহের মাগফেরাত এবং জননেত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। মাওলানা মো: হারুন দোয়া পরিচালনা করেন। এর আগে সকাল থেকে হিরাঝিল এলাকার আল আমিন মাদ্রাসার অর্ধ শতাধিক এতিম ছাত্ররা কোরআন শরীফ খতম দেয়।

এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো: ওমর ফারুক, আল আমিন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মো: মনির হোসেন, মো: ফারুক আহমেদ, যুবলীগ নেতা মাসুদ রানা, ইয়াসিন, শামীম, বিপুল, পরান, কদর, থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মনাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।