লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ১৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে দড়িসোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়।
ধৃত মাদক ব্যবসায়ী পারভেজ দড়িসোনাকান্দা এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৬১(০১)১৯।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দড়িসোনাকান্দা এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার শুক্কুর মিয়ার সিমেন্টের সামনে থেকে ১৫পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পারভেজকে গ্রেফতার করে।