বন্দরে ইয়াবা আটক ১

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ৫৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কামতাল তদন্তকেন্দ্র পুলিশ। শুক্রবার রাতে যুগীপারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম মদনপুর ইউনিয়নের ছোট বহজমপুর গ্রামের মৃত আলিম মিয়ার ছেলে।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং১৪(০২)১৯ইং।

জানা গেছে,শুক্রবার রাতে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ার সঙ্গীয় ফোর্সসহ মদনপুর যুগীপারা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী রফিকুলকে ইয়াবা বিক্রিকালে হাতে নাতে গ্রেফতার করে। এ সময় দেহ তল্লাশীকালে ৫৫পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

ধৃত মাদক ব্যবসায়ী রফিকুলকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।