লাইভ নারায়ণগঞ্জ : সম্পত্তী লিখে না দেওয়ার জের ধরে গর্ভধারনী মাকে পিটিয়ে আহত করাসহ প্রান নাশের হুমকি দামকি অব্যহত রেখেছে পাষন্ড ছেলে ও তার পুত্রবধূ। এ ঘটনায় আহত মা মাসুদা বেগম বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি সাধারন ডায়রী এন্ট্রি করেছেন। যার জিডি নং- ৮১৩।
জিডি সূত্রে জানা গেছে, ১৫ মার্চ সকাল ১০টায় সম্পত্তী লিখে না দেওয়ার জের ধরে দাঁশেরগাও এলাকার মৃত রেজাউল করিম মিয়ার পাষান্ড ছেলে আবু নাঈম ও তার স্ত্রী আশামনি মিলে গর্ভধারনী মা মাসুদা বেগমকে বেদম পিটিয়ে আহত করে। এবং হত্যার হুমকি দামকি অব্যহত রেখেছে।
এ ব্যাপারে আহত মাসুদা বেগম জানান, আমার ছেলে আবু নাঈম ও তার স্ত্রী আশামনি অত্যাচারে দিন দিন অতিষ্ট হয়ে উঠেছি। গত ৮ মাস পূর্বে ছেলে আবু নাঈমকে সোনারগাঁ থানার কাইকারটেকস্থ মিনিপাড়া এলাকায় বিয়ে করাই। বিয়ের পর থেকে পাষান্ড স্ত্রী যোগসূত্রে ছেলে আুব নাঈম সম্পত্তী লিখে নেওয়ার জন্য আমাকে প্রচন্ড চাপসৃষ্টিসহ আমাকে প্রাননাশের হুমকি দামকি অব্যহত রেখেছে। বর্তমানে আমি চরম মানবতায় জীবন যাপন করছি।