লাইভ নারায়ণগঞ্জ: বন্দর থানা পুলিশের তামিল অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার দুই ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ মে) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ মে) রাতে বন্দর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আমির হোসেন (৩৭) ও বাড়ৈপাড়া এলাকার সিরাজুল ইসলাম মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী পলাশ (৩২)।