বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে বিভিন্ন অপরাধে সিআর ও জিআর মামলায় যন্ত্রশিল্পীসহ ওয়ারেন্টভূক্ত ৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হচ্ছে থানার নোয়াদ্দা এলাকার রব মিয়ার মেয়ে মমতাজ বেগম(৩০),একরামপুর সুইপার কলোনী এলাকার দুঃখীলাল মিয়ার ছেলে দিপ্তলাল সুইপার(৩২),পশ্চিম হাজীপুর এলাকার মৃত আলী মিয়ার ছেলে লিটন(২২),ফরাজীকান্দা এলাকার আনোয়ার মিয়ার ছেলের দিদার(২৮),একই এলাকার মানিক মিয়ার ছেলে যন্ত্রশিল্পী তাফসির(৩৫) ও কল্যান্দি কবরস্থান রোড এলাকার মৃত মাঈনউদ্দিন মিয়ার ছেলে সামসুদ্দিন(৪৫)।
ধৃতদের বুধবার দুপুরেই নারায়ণগঞ্জহ আদালতে প্রেরণ করা হয়।