বন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে রনি (৩১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সোনাকান্দা এনায়েতনগর এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

আত্মহননকারী রনি থানার এনায়েতনগর এলাকার মনির হোসেন ওরফে রাজা মিয়ার ছেলে। এ ব্যাপারে নিহতের বাবা রাজা মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে রনি ঘুমানোর উদ্দেশ্যে তার শয়নকক্ষে প্রবেশ করে। পরে বৃহস্পতিবার সকাল ১০টার পরেও তার কক্ষের দরজা না খুললে তার স্বজনরা তাকে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে সে ঘুমিয়ে আছে ভেবে সবাই চলে যায়।

যথারীতি ঐদিন দুপুর ১টায়ও তার কক্ষের দরজা বন্ধ থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে বৈদ্যুতিক পাখার এঙ্গেলের সাথে শাড়ি প্যাঁচানো অবস্থায় রনির ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে বন্দর থানার এসআই মোহাম্মদ আলী দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তবে ঠিক কি কারণে রনি আতœহত্যা করেছে সে সর্ম্পকে তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানাতে পারেনি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments