বন্দরে যুবক আটক, ৯২ কেজি গাঁজা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। বুধবার (১ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার ফুলহর বায়তুল নাজাত জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আটককৃতর নাম সাইদুল ইসলাম (২০)। সে কুমিল্লা দাউদকান্দির দুর্গাপুর এলাকার হেলাল মিয়ার ছেলে।

র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।