বন্দরে যৌতুক মামলায় পলাতক ইমরান গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ : বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযানে ইমরান হাসান নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বন্দর থানা পুলিশের এ এস আই জালাল উদ্দিনের বিশেষ ওয়ারেন্ট তামিল অভিযানে একে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ইমরান হাসান মদনগঞ্জ পিএম রোড এলাকার মোহাম্মদ ফজল রহমানের ছেলে। জানা গেছে, ইমরান বিগত ১ বছর পূর্বে বিয়ে করেন। এরপর থেকে প্রায় সময় যৌতুকের অতিরিক্ত টাকার জন্য স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া বিবাদে অভস্থ ছিলো।

এতে তার স্ত্রী প্রতিবাদ করলে বেধরক মারধর করতেন৷ এঘটনায় কয়েকবার স্থানীয়ভাবে মিমাংসা হলেও এ সমস্য চলমান থাকে সম্প্রতি তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।