বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানে বন্দরের বাগবাড়িতে ১০ টাকা কেজি চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে প্রতি কার্ডধারী ব্যাক্তিকে ৩০ কেজি করে চাল দেয়া শুরু হয়েছে।
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই কার্যক্রম ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ( বন্দর ইউনিয়ন) মো. রমজান আলীর মাধ্যমে সকাল ৯টা থেকে ১০টাকা ধরে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় সমাজ সেবক আহম্মেদ আলী বেপারী, হাবিবুর রহমান মৃধা, রাজা মিয়া, তোবারক মিয়া, দ্বিন ইসলাম, ফিকির মিয়া, শাহালম মিয়া, শাওন, সাব্বির মৃধা, সাকিব মৃধাসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। চাল বিতরন চলাকালীন হঠাৎ দুপুরে বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ পরিদর্শনে আসেন।