লা্ইভ নারায়ণগঞ্জ : ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ সজল(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ছালেনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত সজল ওই এলাকার মৃত সামছুদ্দিন মিয়ার ছেলে।
জানাগেছে,শনিবার রাতে বন্দর ছালেনগর এলাকার নজু মিয়ার বাড়ীর সামনে থেকে ওই এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সজল ওরফে ইয়াবা সজলকে আটক করা হয়। এ সময় মাদক ব্যসায়ী সজলকে দেহতøাশী করলে তার কাছ থেকে ২০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত সজলকে রবিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হইবে।