বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে মাদক ও মারামারী মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হচ্ছে নাসিক ২১নং ওয়ার্ডস্থ ছালেনগর এলাকার মাসুম মিয়ার ছেলে হৃদয়(১৮) ও কলাগাছিয়া ইউনিয়নস্থ আলিনগর এলাকার স্বপন মিয়ার ছেলে শুভ(১৬)।
জানাগেছে,বন্দর থানা পুলিশ গত সোমবার রাতে বন্দর শাহীমসজিদ খালপার বালুর মাঠ ও আলীনগর পাকা রাস্তার সামনে থেকে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা শুভ ও অপর মাদক ব্যবসায়ী হৃদয়কে গ্রেফতার করা হয়। এরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে মাদক বিক্রি করে ও এদের নামে একাধিক মামলা রয়েছে।
ধৃতদের মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।