বন্দর যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া

লাইভ নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ বন্দরে বাগবাড়ি যুব সমাজের নিজ উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ ) দিবাগত রাত ৮টায় বাগবাড়ি এলাকার যুবকদের নিজস্ব উদ্যোগে এ ওয়াজের আয়োজন করা হয়।

ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন পীরে তরিকত হযরতুল আল্লামা মোশারফ হোসেন হেলালী।

বাগবাড়ি টিনের মসজিদ কমিটির সভাপতি ওসমান গনীর সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার আলহাজ্ব বদরুল আলম আল কাদরী, মাওলানা মোঃ সালাউদ্দিন, নবীগঞ্জ বাগ এ জান্নাত কবরস্থান মসজিদের ইমাম ও খতিব মোঃ রবিউল আউয়াল,আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক আমিনুল ইসলাম , হাজী মোঃ হোসেন, সমাজ সেবক ও ব্যবসায়ী রবিউল ইসলাম, সালাউদ্দিন আহম্মেদ,মোঃ আলম, আজিজুল হক, আঃ কাদির, শাহজাহান, তমিজ উদ্দিন, সুমন মিয়া, আলমগীর, কালুনসহ বিভিন্ন এলাকা হতে আসা মুসুল্লীবৃন্দ।

প্রধান বক্তা পীরে তরিকত হযরতুল আল্লামা মোশারফ হোসেন হেলালীর মনমুগ্ধকর মোনাজাত পরিচালনায় দেশ ও জাতীর কল্যানসহ সমাজ বিরোধী কর্মকান্ডে বর্তমান যুবকদের হেদায়েত চেয়ে দোয়া পাঠ করা হয়।