লাইভ নারায়ণগঞ্জ: বিডি ক্লিন নারায়ণগঞ্জ তাদের ২৫তম কর্মসুচি শুক্রবার সকালে বন্দরের সেন্ট্রাল খেয়া ঘাট থেকে বন্দর প্রেসক্লাব পর্যন্ত সড়ক পরিচ্ছন্ন করেছে। কর্মসুচি শুরুর আগে শপথ পাঠ করান বন্দর থানার সেকেন্ড অফিসার সাধন বসাক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুলতান ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হান্নান, নিউজ অফ সোনারগাঁও এর সম্পাদক কামরুজ্জামান রানা। সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন মিমরাজ রাহুল, কামরুজ্জামান রানা, সাইফ, প্রিন্স, নাহিদ, সিফাত, আমানুর হামিম, নিহীকা , তৌকির, প্রসেনজিত, রাব্বি, অনন, কামরুজ্জামন সাগর , সম্রাট শাহ জালাল, মোস্তফা, মাহফুজ, সেজান, রিয়াজুল রাফোল , আলামিন , হাফিজুল , হাসনা, সুখন, শাহিন , সাগর, বৃষ্টি, খাদিজা কুবরা, ইসরাত জাহান মনিকা , সজল, রনি, জীবন, সুমন, ইমন, সুমাইয়া স্নিগ্ধা, ঝুমুর, শান্ত, জামান হোসেন হৃদয়, রফিকুল শান্ত, মোশারফ, অনিকা মেহজাবীন অমিত, সায়েম , আমিনুল , সুমন, সাব্বির, সাদ্দাম , রিমি, মনিকা, সাকিব, অর্পিতা সুমাইয়া, ওয়াসির, শারমিন, রাসেল, হাসান, সোহেল রানা, শাহ্ আলম, ইয়াসির , আবু সাঈদ, আমেনা মনিকা, সাইদুল , রানা, রাজু , নয়ন, আসলাম , আকাশ দাস, রাজ শান্ত দাস, জান্নাত, মেহেদী হাসান, রানা, রোহান, সীমান্ত ফকির, নয়ন, চাঁদনি , অপু রায়হান,রুবেল, নাহিদ,শান্ত দাস,মাহফুজ,শিমুল, অনিক, মিলন, প্রসেনজিৎ, হুমায়ূন, শাহ্ আলম, জয় সাহা, লিমন, কামরুজ্জামান সাগর, মোশারফ হোসেন সহ শতাধিক সদস্য বন্দর সেন্ট্রাল ঘাট হতে প্রেসক্লাব পর্যন্ত পরিচ্ছন্ন করেন ও জনসাধারণকে সচেতন করেন।