স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের লক্ষ্যাপারের ছোট একটি ঘর ‘বিজলী প্রেস’। ঘরটা ছোট হলেও এর ইতিহাস অনেক। রয়েছে গৌরব আর সাহসীকতার গল্পও।
ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার, প্রথম প্রকাশনা, বাংলাকে রাষ্ট্রভাষার দাবী তোলা হয়েছিলো এই প্রেস থেকেই।
জানা গেছে, ১৯৪৭ সালের ডিসেম্বরে প্রেসটি থেকে প্রকাশিত একটি পত্রিকায় প্রবন্ধ বেরোয়। শিরোনাম ছিলো ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা কেন?’। তবে প্রবন্ধটি অসমাপ্ত ছিল।
পরবর্তী দুই সংখ্যায় এটি শেষ হওয়ার কথা থাকলেও, সেই সময় মুসলিম লীগ সরকার প্রেসটি জ্বালিয়ে দেয়। নারায়ণগঞ্জের এই ছোট প্রেসের ছোট কাগজই যে ভাষা আন্দোলন বিষয়ক প্রথম পুস্তিকা তাতে কোনও সন্দেহ নেই।
প্রসঙ্গত, ১৯৪৮ সালে তমুদ্দুন মজলিসের প্রফেসর আবুল কাশেমই প্রথম ভাষা আন্দোলনের প্রবক্তা কথাটায় একটু ভুল আছে দাবি করে বরিশাল থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্যপত্র দধ্রুবতারা’ নামের একটি পত্রিকায় মোশারফ হোসেন নান্নু বলেন, এর আগে ১৯৪৭ সালের ডিসেম্বরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার ওপারে বিজলী প্রেসে। প্রথম বাংলাকে রাষ্ট্র ভাষা দাবি করেন।