লাইভ নারায়ণগঞ্জ: কিশোরগঞ্জ জেলা সমিতির উদ্যোগে দিনব্যাপী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাংলার তাজমহলে বনভোজন, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সাকল হতে বিকাল পর্যন্ত এ পর্যন্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাঁজমহলে কিশোরগঞ্জ জেলা সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এর সভাপতিত্বে অত্র সমিতির সাবেক সভাপতি মো. ইউসুফ, সাধারন সম্পাদক মো. আক্কাছ আলী বেপারী, এম আর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান সিআইপি, এমপি সহর্ধীনি এড. সামসুন্নাহার, এসপি সহর্ধিনী মিসেস শিরীন আক্তার বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন, মো. সোলাইমান, এড. বিমল চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ” অঞ্চল খোরশেদ আলম, সোনারগাঁ থানা ওসি ইনচার্জ মো. মনিরুজ্জামান এবং মিঠামইন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, কিশোরগঞ্জ জেলা সমিতির কর্মকতাবৃন্দ ও তাদের পরিবারবর্গ, আইন শৃংখলা বাহীনির কর্মকতাবৃন্দসহ আরো অনেকে। পরে প্রধান অতিথি সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।