স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বীর মুক্তিযোদ্ধা আল মামুন সারোয়ার ননী’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
আগামী ৪ মার্চ সোমবার বাদ যোহর পুরুষদের জন্য নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ও মহিলাদের জন্য বায়তুল আমান ভবন প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মরহুমের পরিবারের সদস্যরা।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মৃতের আত্মার মাগফেরাত কামনার জন্য তার সকল আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা আল মামুন সারোয়ার ননী বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা খান সাহেব ওসমান আলীর ছেলে, এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের চাচা।