বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বালতির পানিতে পড়ে জান্নাতি নামে চৌদ্দ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতম চলছে।

 

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার সুলতানসাদী এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার আবুল হোসেনের মেয়ে।

 

পরিবার সূত্রে জানা গেছে, পানি ভর্তি বালতিটি বাথরুমে রাখা ছিল। এক পর্যায়ে শিশুটি বালতির পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।