বালু নদীতে নিখোঁজ আর্কিটেকচারের লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বন্ধু ও বান্ধবীদের নিয়ে বেড়াতে এসে বালু নদীতে ডুবে নিখোঁজের দুইদিন পর রোববার দুপুরে মাহবুব হাসান জুয়েল (৪৩) নামে এক আর্কিটেকচারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ দুই তরুণীসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

উপজেলার সদর ইউনিয়নের পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার এসআই ফরিদ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার মৃত মুসলিম আলীর ছেলে আর্কিটেকচার মাহবুব হাসান জুয়েল ও তার বন্ধু আবিদ হাসান তাদের দুই বান্ধবীসহ জিপ গাড়ী (ঢাকা মেট্রো-ঘ-১৭-১৪৬৮) নিয়ে নিজ পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকায় ঘুরতে যান। রাত ১১ টার দিকে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে বালু নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা তলিয়ে যাওয়া জিপ গাড়ীসহ আবিদ হাসান, বান্ধবী শাহিদা আক্তার দোলা ও জাকিয়া সুলতানাকে উদ্ধার করলেও নিখোজ থাকেন আর্কিটেকচার মাহবুব হাসান জুয়েল।

এ ঘটনায় শনিবার রাতে অপহরণের অভিযোগ এনে নিখোঁজ আর্কিটেকচার জুয়েলের স্ত্রী শারফিন আফরোজ উদ্ধার হওয়া ওই তিনজকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে রোববার দুপুর দুইটার দিকে বালুনদী থেকে নিখোজ আর্কিটেক্টর মাহবুব হাসান জুয়েলের লাশ উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিখোজ যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে।