বাল্য ববিাহ ও মিশু শ্রম বন্ধে যুব সমাজকে এগিয়ে আসতে হবে পারভীন ওসমান

স্টাফ করসেপন্ডন্টে, লাইভ নারায়ণগঞ্জ: ‘আমি যুব সমাজকে অনুরোধ করবো স্বাধীনতা বরিোধী চক্রকে প্রতহিত এবং পক্ষরে শক্তরি হয়ে কাঁজ করার জন্য। বাল্য ববিাহ এবং শশিু শ্রম বন্ধে আপনাদরেকইে সবার আগে এগিয়ে আসা উচতি। এছাড়াও আমাদরে উচতি পদ-পদবীর আশায় না থেকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতা বরিধী চক্ররে স্বরযন্ত্রকে প্রতহিত করা। আমাদরে ঐক্যবদ্ধ হতে হবে কারন আমাদরে দশেটাকে কোন কু-চক্র মহল ধংশ করতে না পারে’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) চাষাঢ়া শহীদ মিনারে এসব কথা বলনে সমাজ সবেক ও সাবকে এমপি নাসমি ওসমানরে সহর্ধমণিী পারভনি ওসমান। শহীদ মিনারে বাল্য বিবাহ ও শিশু শ্রম বন্ধে করণীয় র্শীষক এক আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতকি অনুষ্ঠানরে আয়োজন করা হয়। বিকেল ৫ টায় এর সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পারভীন ওসমান। বিশেষ অতিথি বীর মুক্তিযুদ্ধা ফজলুল হক খোকন ।

অনুষ্ঠানরে আয়োজনে ছিলেন সোনার বাংলা সাংস্কৃতি একাডমেী- যার সভাপতত্বি করনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আবুল কালাম। তিনি সোনার বাংলা সাংস্কৃতি একাডেমির সভাপতরি দায়ত্বি পালন করছনে। অনুষ্ঠানটরি সঞ্চালনা করনে মনজুর আহমদে (আকাশ)।

বাল্য বিবাহ ও শিশু শ্রম বন্ধে যুব সমাজকে এগিয়ে আসতে হবে পারভীন ওসমান

এসময় ভাষা আন্দোলনরে মাস ফেব্রুয়ারি হওয়ায় সকলে দাড়িয়ে ১ মনিটি নিরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠানরে পরিচালনা র্পষদ পারভীন ওসমানকে ফুললে শুভচ্ছো জানান।