স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বসত বাড়িতে প্রবেশ করে ঘর-বাড়ি ভাংচুর ও ছিনতাইয়ের মামলায় ১ জনকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। রিমান্ডপ্রাপ্ত আসামী হলেন পিতলগঞ্জ এলাকার মৃত. ইজ্জত আলীর ছেলে আবুল (৪৮)।
বুধবার (২০ মার্চ) সকালে আসামীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। শুনানি শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মদ হুমায়ূন কবির এর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এজহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ জানুয়ারি দুপুর ১ টায় আসামী আবুলসহ আরো অজ্ঞাতনাম ৪-৫ জন ধারালো অস্ত্র নিয়ে বাদীর বসত বাড়িতে প্রবেশ করে ঘর-বাড়ী ভাংচুর ও লুটপাট করতে থাকে। বাদীর ছেলে মামুন দেওয়ান (২২) বাঁধা দিলে তাকে এলোপাথারী মারপিট করে। পরে ভাইকে বাচাঁতে বোন আমেনা দেওয়ান এগিয়ে আসলে তাকে শ্লীনতাহানী করা হয়। এছাড়াও পরিবারের সকলকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে আঘাত করে অস্ত্রধারীরা। সবশেষে অস্ত্র দেখিয়ে বাদীর মেয়ে আমেনা দেওয়ানের গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগটি সত্য বলে প্রমাণ পাওয়া যায়। আসামী আবুল ডাকাতি, ছিনতাই ও অস্ত্র মামলার সাথে জড়িত। অন্যান্য সঙ্গীদের ধরিয়ে দিতে ও তাদের দলের কার্যক্রমের তথ্য জানতে তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।