বিএনপির সহ সভাপতি পারভেজকে ফের জেলগেটে আটক

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি পারভেজকে পুনরায় জেলগেট থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বের হলে ডিবির একটি টিম তাকে আটক করে।
ব্যারিস্টার পারভেজের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আদালতে রিট করার পরেও তাকে আটক করা আদালত অবমাননার শামিল। তারা আদালতের নির্দেশ উপেক্ষা করে তাকে আটক করেছে যা দেশের আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ।

পারভেজের বড় বোন অ্যাডভোকেট জিনাত রেহানা বলেন, ‘জেল গেট থেকে বের হওয়ার পূর্বেই আমরা আশেপাশে পুলিশের উপস্থিতি লক্ষ্য করতে পাই। গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে তোলার পরেই পথিমধ্যে পুলিশের গাড়ি আড়াআড়িভাবে রেখে রাস্তায় ব্যারিকেড দেয়। এসময় আমাদের সঙ্গে থাকা হাইকোর্ট থেকে আনা হয়রানী না করার রিটের কপি প্রদর্শন করলে তারা কাগজ দেখতে না চেয়ে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।

উল্লেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী মুফতি মনির হোসাইন কাশেমীর সংবাদ সম্মেলন শেষে বের হবার পথে সদর থানা পুলিশের হাতে গ্রেফতার হন পারভেজ। এর পর বেশ কয়েকবার জামিন পেলেও জেল গেট থেকে পুনরায় গ্রেফতার হয়ে জেলে ফেরত গেছেন।