বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি রুবানা হককে না.গঞ্জ চেম্বারের অভিনন্দন

প্রেসবিজ্ঞপ্তি, লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন বিজিএমইএ’র ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সম্মিলিত পরিষদ ও ফোরাম সমম্বয়ে গঠিত রুবানা হক এর নেতৃত্বে প্যানেলের সকল প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে সকল পরিচালককে অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ।

রবিবার (৭ এপ্রিল) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিনন্দন বার্তায় রুবানা হকের নেতৃত্বের প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ চেম্বার সভাপতি খালেদ হায়দার খান কাজল বলেন, দেশের রপ্তানীমূখী পোষাক শিল্পের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে। দেশের প্রথম নারী হিসেবে বিজিএমইএ সভাপতি নির্বাচিত হওয়ায় দেশের নারী ক্ষমতায়নের মাইল ফলক হিসেবে বিবেচিত হলো। তিনি রুবানা হকের নেতৃত্বের সফলতা কামনা করেন।