স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশে দীর্ঘ কর্মমূখর জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে স্মৃতি বিজড়িত সু-উজ্জ্ল এ অঙ্গন ছেড়ে বিদায় নিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন।
শনিবার ( ৯ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এ অতিরিক্ত পুলিশ সুপারকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানান। এসময় নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ বিদায় অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেনকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
বিদায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দরা