বিদ্যালয়ের সভাপতি কর্তৃক শিক্ষক নির্যাতন৩ দিনে আশ্বাস ছাড়া কিছুই মিলেনি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শ্রেণি কক্ষে বসা শত শত শিক্ষার্থী। পাঠদান করাচ্ছে সহকারি শিক্ষক মো.
আয়াতুল্লাহ। এসময় উপস্থিত হয় বিদ্যালয়ের এস.এম.সি’র সভাপতি পলাশ। কোন কিছু বুঝে উঠার আগেই শিক্ষকের
উপর করা হয় আচমকা হামলা। এক পর্যায়ে টেনে হেচরে আনা হয় বিদ্যালয়ের মাঠে, সেখানে শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে একের পর এক ডাস্টার ও স্কেল দিয়ে আঘাত করা হয়েছে।

গত বুধবার (৬ মার্চ) দুপুর সোয়া ১২টায় ফতুল্লার পাগলা এলাকায় অবস্থিত ১০৯ নং শাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
এঘটনা ঘটে।

এঘটনায় নির্যাতণের শিকার ওই শিক্ষক গত ৩দিনে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যানসহ বিভিন্ন মহলে দারস্ত
হলেও আশ্বাস ছাড়া আর কিছুই মিলেনি। তাই তীব্র ক্ষোভ দেখা গেছে উপজেলার সহকারী শিক্ষক সমিতির নেতাদের মধ্যে
জানা গেছে, এঘটনায় আগামী রোববার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ জানাবেন নির্যাতণের
শিকার শিক্ষক ও সহকারী শিক্ষক সমিতির নেতারা। এছাড়া বিদ্যালয়ের এস.এম.সি’র সভাপতি পলাশের শাস্তির আগ মূহুত
পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

নারায়ণগঞ্জ সদর উপ জেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি সোহেল তানভীর বলেন, আমরা বিদ্যালয়ের এস.এম.সি’র
সভাপতি পলাশের দৃষ্টান্ত মূলক বিচার চাই। এছাড়া বিচারের স্বার্থে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হক।
এর আগে গত ৭ মার্চ কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু শিক্ষক নির্যাতনের বিষয়টিকে তদন্ত করে সুষ্ঠ
বিচারের আশ্বাস দিয়েছেন।