স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘বই পড়ি স্বদেশ গড়ি’ ‘বই এর বড় তথ্য নাই জ্ঞান এর বড় সত্য নাই’ ‘গ্রন্থাগারকে ভালবাসুন গ্রন্থাগারে পড়তে আসুন’; এমনই নানা স্লোগানকে সামনে রেখে পালিত হতে যাচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস।
আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় জেলা সরকারি গণগ্রন্থাগার চত্বরে শোভাযাত্রার মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হবে। এরপর বেলা ১১টায় গণগ্রন্থাগার মিলনায়তনে ‘জাতীয় উন্নয়নে গ্রন্থাগারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি থাকার কথা রয়েছে জেলা প্রশাসক রাব্বী মিয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ উপজেলা অফিসার হোসনে আরা বেগম। সভাপতিত্বে করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দীন হায়দার।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এম এম মোশারফ হোসেন জানান, জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর পাশাপাশি বই পাঠ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।