লাইভ নারায়ণগঞ্জ: সরস্বতী পূজা উৎসবে নাজ গান নিয়ে বিরোধের জের ধরে পূজা মন্ডপে মূর্তি ভাংচুর মামলার ৪ আসামীকে ১ দিনের রিমাণ্ড শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জ্ঞিাসাবাদের জন্য আদালত থেকে রিমাণ্ডে আনে মামলার তদন্তকারী কর্মকর্তা।
মূর্তি ভাংচুর মামলার রিমাণ্ডপ্রাপ্ত আসামীরা হলো বন্দর উপজেলার তিনগাও উত্তর পাড়া এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে সফিকুল (২৩) একই এলাকার করিম মিয়ার ছেলে সুজন (২২) আইয়ুব মিয়ার ছেলে শাহীন (২৫) ও সহিদ ওস্তাগার মিয়ার ছেলে হৃদয় (২৪)।
জানা গেছে, গত রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে বন্দর উপজেলা তিনগাঁও এলাকায় শ্রী মধুসুদন বিশ্বাসের নিজ বাড়িতে সরস্বতী পূজা উৎসবের আয়োজন করে। পূজা উৎসব চলাকালে উল্লেখিত ৪ যুবকসহ অজ্ঞাত ৪/৫ জন পূজা মন্ডপে উপস্থিত হয়। পরে তাদেরকে প্রসাদ খেতে দেয় পূজা আয়োজকরা।
রাত ৮টায় হিন্দু ও মুসলমান ছেলেরা মিলে মিশে মূর্তির সামনে আনন্দ উৎসব ও নাচ গান করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। রাত ১২টা ৪৫ মিনিটে আনন্দ উৎসব সমাপ্ত হওয়ার পর রাত ১টায় উল্লেখিত ৪ যুবকসহ অজ্ঞাত ৫/৬ জন মিলে শ্রী মধুসুদন বিশ্বাসের বাড়ীর উঠানে থাকা সরস্বতী মূর্তি উঠিয়ে নিয়ে ২০/২৫ গজ দূরে জনৈক হোসেন ভূইয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর ফেলে দিয়ে ভাংচুর করে। একই সময়ে তারা বাড়ির কিছু জিনিসপত্র ভাংচুর করে ৫ হাজার টাকা ক্ষতি সাধন করে।