বন্দর (যুগের চিন্তা ২৪): বন্দর থানা পুলিশ ও ধামগড় ফাঁড়ি এবং কামতাল তদন্ত কেন্দ্র বিশেষ অভিযান চালিয়ে পুলিশ সোর্সসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩’শ ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে ও বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বন্দর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৫টি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ধামগড় ফাঁড়ী এএসআই কামরুলসহ সঙ্গীয় র্ফোস মাদক বেঁচা-কেনার সংবাদের প্রক্ষিতে বন্দর থানার উত্তর লক্ষণখোলাস্থ ঢাকেরশ্বরী মিলস স্কুল এন্ড কলেজের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালিন সময় পুলিশ ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার আবু তাহের মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ি র্মাবেল (৩৫) কে আটক করে।
একই রাতে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই মোস্তফা জামানসহ সঙ্গীয় ফোর্স চাপাতলী এলাকায় অভিযান চালিয়ে হরিপুর এলাকার মৃত রহম আলী মিয়ার ছেলে আলিম উদ্দিন (৪৫) কে আটক করে।
একই রাতে পুলিশ যুগিপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাঙ্গলবন্ধ নগর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রনি (২৭) কে আটক করে।
এ ছাড়াও বন্দর থানার এএসআই নজরুলসহ সঙ্গীয় র্ফোস ধামগড়স্থ জামিয়া মাদানিয়া মহিলা মাদ্রাসা রাস্তার সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গকুল দাশের বাগ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে পুলিশ সোর্স ও ইয়াবা ব্যবসায়ী কাউছার (২৮) ও লালখারবাগ এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে আব্দুল রহিম (২৬) কে আটক করে।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বন্দর থানার এএসআই জালালসহ সঙ্গীয় র্ফোস বন্দর ঘাটস্থ আবুল হোসেন ডকইয়ার্ডের সামনে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বন্দর সিরাজদ্দৌলা ক্লাব সংলগ্ন এলাকার মোমিন মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল (৩৫), বন্দর রেলীবাগান এলাকার দুদু মিয়ার ছেলে আসলাম (৩৮) ও বন্দর লেজার্স এলাকার ফারুক মিয়ার ছেলে আল-আমিন (৪০) কে আটক করে।
আটককৃত ৮ মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ।