স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: কদম রসূল পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন কবির এর নবম মৃত্যুবাষির্কীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বন্দর উপজেলার কদম রসূল দরগাহ শরিফে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান থেকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন কবিরের রুহের মাগফেরাত কামনা করেন।
মিলাদ পরিচালনা করেন কদম রসূল দরগাহ জামে মসজিদের খতিব মাওলানা শরিফ উল্লাহ শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়পার্টির সাধারণ সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রাজু আহম্মেদ সুজন, আমির হোসেন বুলু, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ছামসুজ্জামান, জাকির হোসেন, মশিউর রহমান সুজু, জাহাঙ্গীর, কুদ্দুস, সালাউদ্দিন, যুবলীগ নেতা মোক্তার, আমান শরিফ, আওয়ামী লীগ নেতা নূর হোসেন, আনোয়ার হোসেন আনু প্রমুখ।
এছাড়াও মরহুমের বাড়িতে ও হেফজখানায় কোরআনের পাখিদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল শেষে রান্না করার খাবার বিতরন করা হয়। বাদ মাগরিব কবিলের মোড় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে জানায় তার ছোট ছেলে মহানগর ছাত্রলীগ নেতা আরফাত কবির ফাহিম। আরফাত কবির ফাহিম তার পিতার আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ জানুয়ারি শুক্রবার স্থানীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায়রত অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান কদম রসুল পৌর (সাবেক) আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন।