বৃত্তি পরীক্ষায় শ্রেষ্ঠ হলো আমলাপাড়া আদর্শ স্কুল

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এবারে ৫১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে সেরা স্কুল হিসেবে নির্বাচিত হয়েছে নগরীর আমলাপাড়া’র আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়।

সোমবার (২৫ মার্চ) দুপুরে প্রাথমিকের জেলা শিক্ষা অফিসের সহকারি কর্মকর্তা মজিব আলম এ তথ্য জানান। এর আগে ২৪ মার্চ দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেন সংবাদ সম্মেলন করে সাড়া দেশের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেন।

এবার নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২৯৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তবে শুধু আমলাপাড়া’র আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিত্তি পেয়েছে ৫১ জন। এর মধ্যে ট্যালেন্টপুলেই ৪৯ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২ জন শিক্ষার্থী।