স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘শিল্প বিকাশে বিপণনের ভূমিকা’ শীর্ষক ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী (২৮ মার্চ)বৃহস্পতিবার রূপগঞ্জ জামদানি শিল্প নগরী তারাবতে সকাল থেকেই অনুষ্ঠানটির সূচনা করা হবে। অনুষ্ঠানটির আয়োজন করেছেন শিল্প সহায়ক কেন্দ্র বিসিক নারায়ণগঞ্জ।
উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিকের চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান, এনডিসি। বিশেষ অতিথি থাকবেন, বিসিক নকশা ও বিপণন এর পরিচালক জীবন কুমার চৌধুরী। এছাড়া অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক রাব্বি মিয়া। আরো উপস্থিত থাকছেন বিসিকের আঞ্চলিক পরিচালক মোঃ আহসান হাকীম ও মহাব্যবস্থাপক (বিপণন) শাহ্ নূরুজ্জামান।
সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত সারা দিন ব্যাপি কয়েকটি ধাপে চলবে এই অনুষ্ঠান। আলোচনা পর্বে মোহাম্মদ হাতেম( সভাপতি, বিসিক শিল্প মালিক সমবায় সমিতি) ও মো. মনিরুল ইসলাম (সহযোগী অনুষদ সদস্য. বিপণন, স্কিটি, বিসিক, ঢাকা)
শিল্প মেলা পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের জন্য সকলকে আমন্ত্রন জানিয়েছেন বিসিক শিল্প সহায়ক কেন্দ্রর সহকারী মহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান পাটোয়ারী।