বেদের সর্দার ……পলাশ

লাইভ নারায়ণগঞ্জ: ফজলুল হক পলাশ। মঞ্চ-টেলিভিশন-আর চলিচ্চিত্রতো বটেই। নাটক রচনা ও নির্মাণেও উজ্জল তিনি। গত ২৯ মার্চ ঢাকার সেগুন বাগিচা কচি কাঁচা মিলনায়তন মঞ্চে নারায়ণগঞ্জ নাট্যঙ্গনের প্রতিথ যশা নাট্যাভিনেত্রী কিংবদন্তী শাকিলার নির্দেশনায় লোকগাঁথা নাটক “বেদের মেয়ে জোৎ¯œা”য় অভিনয়ের জন্য বিশেষ অনুরোধ করেন শাকিলা সহ নাট্যাঙ্গনের পুরোধা সাংবাদিক এস.এম ইকবাল রুমী বেদের সর্দার চরিত্রে অভিনয়ের জন্য।

লোভও ছিল এবং রসায়নটা ভালো দেখে আর না করতে পারিনি। মঞ্চায়নের পর প্রশংসিত হলো আমার বেদের সর্দার চরিত্রের। উৎসাহিত হয়ে সেই মঞ্চেই তাৎক্ষনিক ঘোষনা দিলাম আমার নাট্যদল নারায়ণগঞ্জ নাট্য চক্রের ব্যানারে বহুল আলোচিত স্বরচিত এবং বন্ধুবর এস.এম. ইকবাল রুমীর নির্দেশনায় “সোহাগী বধূ” নাটক মঞ্চায়নের। আগামী ২৬ এপ্রিল সন্ধ্যায় কচিকাঁচা মিলনায়তনে নাটকটি দেখার আমন্ত্রণ জানান সকল নাট্যমোদীদের।