বৈশাখী আয়োজনে দেশীদশ

লাইভ নারায়ণগঞ্জ: বছর ঘুরে আবারো আসছে প্রাণের বৈশাখ, সকল জরাজীর্ণতাকে পেছনে রেখে নতুন বছরকে স্বাগত জানাতে বাঙালীর সার্বজনীন এই প্রানোৎসবে মিলিত হতে ঘরে ঘরে চলছে প্রস্তুতি। প্রস্তুতির পূনর্তা দিতে দেশীদশে শুরু হচ্ছে বৈশাখী আয়োজন।
দেশীদশের দশটি প্রতিষ্ঠানই বৈশাখের সম্ভার সাজিয়েছে নানান রঙে আর বর্ণে। পোশাক ছাড়াও ক্রেতা-সাধারনের জন্য রয়েছে বিভিন্ন অ্যাকসেসরিজ, গয়না, হোমটেক্সটাইল ও উপহার সামগ্রী।


দেশীদশ শোরুম চত্তরে আসলে ক্রেতারা পাবেন ফ্যাশন হাউজ নিপুন, কেক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি ।

দেশীদশ এর শোরুম :
(১) বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল -৭, ব্লক – এ, পান্থপথ, ঢাকা। ফোন নং ০১৭৫৫-৬৮০১৩২।
(২) হাশিম টাওয়ার, ২য় তলা, তেজগাঁও লিং রোড, গুলশান, ঢাকা। ফোন নং ০১৭৫৫-৬৮০১৩৪।
(৩) প্যারাডাইজ ক্যাসেল,(৩য় ও ৪র্থ )তলা,বালুর মাঠ,চাষাড়া, নারায়নগঞ্চ। ফোন নং ০১৭৩০-৫৭৮০৭৫।
(৪) আফমি প্লাজা, লেভেল -৫, পাঁচ লাইশ, চট্টগ্রাম। ফোন নং ০১৭৫৫-৬৮০১৩৩।
(৫) বীরবিক্রম ইয়ামিন কমপ্লেক্স, নিচ তলা, কুমারপাড়া , সিলেট। ফোন নং ০১৭৫৫-৬৮০১৩৫।
(৬) মিল্লাত প্লাজা, (২য় ও ৩য়) তলা, জলেশ্বরী তলা, বগুড়া। ফোন নং ০১৭০৭-০১০৬২৩।